হু হু করে বাড়ছে দেশে আক্রান্ত্রের সংখ্যা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৪৯০। আজ এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে করে আজকে আক্রান্তের সংখ্যা ৩৮২। অন্যদিকে আজ রাজ্যে করোনা ভাইরাসের নতুন করে আক্রান্ত হলেন ১১। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই তথ্য জানিয়েছেন।
এই ১১ জন করোনা আক্রান্তকে নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৯ জন। এই পরিসংখ্যানের বাইরে রয়েছেন করোনা মুক্ত ১২ জন। নবান্নে মুখ্যসচিব জানান, করোনা মোকাবিলায় রাজ্য সমস্তরকম ব্যবস্থা করেছে। কলকাতায় ৪ ও জেলায় ৫৫টি হাসপাতালে করোনা চিকিৎসা করা হচ্ছে। মোট ৫১৬টি কোয়ারান্টিন সেন্টার হয়েছে। ৫২ হাজার ৮০ জন কোয়ারান্টিনে রয়েছেন। মোট ৭টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।
এই সাতটির মধ্যে পাঁচটি সরকারি এবং ২টি বেসরকারি। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে করোনা ভাইরাস টেস্ট করা হচ্ছে। এই করোনা মোকাবিলায় ভালো লক্ষ্মণ যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমলা পুত্রসহ আগেই তিনজনকে ছুটি দেওয়া হয়েছে। আবার নতুন করে ছুটি দেয়া হচ্ছে ৯জনকে। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১২ জন।