খেলা

আরামবাগে করোনা আক্রান্ত আরও ২৩, মহকুমায় আক্রান্ত বেড়ে ৫০

আরামবাগ মহাকুমায় হাফ সেঞ্চুরি হাঁকাল করোনা। শনিবার নতুন করে ২৩ জনের শরীরে মিলল মারণ ভাইরাসের অস্তিত্ব। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ ছুঁয়ে ফেলল মহকুমায়। জানা গিয়েছে, এদিন ৫৭ জনের রিপোর্ট এসেছে। তারমধ্যে ২৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। ২৩ জন আক্রান্তই সদ্য মহারাষ্ট্র, দিল্লি সহ ভিন রাজ্য থেকে গ্রামে ফিরেছেন। একজন কলকাতা থেকে ফিরেছেন বলে জানা গেছে। তারমধ্যে খানাকুল থানা এলাকার ১৪ জন, আরামবাগের ৭ জন ও পুরশুড়ার ২ জন রয়েছেন। আরামবাগ থানা এলাকার ডিহিবাগনান, শীতলপুর, রাংতাখালি ও ডহরকুণ্ডু, প্রতাপনগর ও তাজপুরে আক্রান্তের বাড়ি। এদিকে রাজ্যের সর্বত্র লকডাউন শিথিলের পথে।

বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা সহ ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। যদিও সামাজিক দূরত্ব মেনে ১০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছে। কিন্তু বর্তমানে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিযায়ী শ্রমিকরা। এই পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় উদ্বেগে মহকুমাবাসী। যদিও স্বস্তির বিষয় একটাই আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

Loading

Leave a Reply