খেলা

অবশেষে বার্সেলোনা ছেড়ে আতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন সুয়ারেজ

যে ক্লাবের হয়ে খেলি না কেন, বার্সেলোনা সবসময় আমার হৃদয়ে থাকবে। গত ৬ বছরের সম্পর্ক কাটিয়ে বার্সা ছাড়ার আগে এমনই প্রতিক্রিয়া দিলেন লুইস সুয়ারেজ। চোখের জলে সতীর্থদের বুধবারই আলবিদা জানিয়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পাকাপাকিভাবে তার বিদায় নিশ্চিত হল। অবশ্য লালিগা ছেড়ে যাচ্ছেন না তিনি। যোগ দিচ্ছেন দিয়োগো সিমোনের দল আতলেতিকো মাদ্রিদে। বার্সা ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে সুয়ারেজের প্রতিক্রিয়া, এই ক্লাবের একজন হয়ে থাকব।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভরিয়ে দিতে চাই আমার কোচ ও সহ ফুটবলারদের। বিশেষ করে লিও মেসি। ওর সঙ্গে দূরত্ব রাখার অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল। কিন্তু তা মানতে পারিনি। এই ক্লাবে আমরা দু’জন বহু ভালো সময় কাটিয়েছি। মাঠে ও মাঠের বাইরে আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়েছে। ওর পাশে খেলার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। তবে কয়েক মাসে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। যেগুলি আমাদের দুজনের কাছেই কাঙ্ক্ষিত ছিল না।

Loading

Leave a Reply