জেলা

আর্তের সেবায় ধারাবাহিক কর্মসূচি নিয়েছে পূর্ব বর্ধমান মেরিনার্স মোহনবাগান ফ্যান ক্লাব।

করোনা অতিমারী সারা বিশ্বকে গ্রাস করেছে। লকডাউন চলছে সারা দেশে। এই পরিস্থিতিতে অনেকের রুটি-রুজি বন্ধ হয়েছে। প্রশাসনের তরফে রেশনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে সমাজের তথাকথিত পিছিয়ে পড়া মানুষজনের পাশে দাঁড়াতে। সেরকমই আর্তের সেবায় ধারাবাহিক কর্মসূচি নিতে দেখাযাচ্ছে পূর্ব বর্ধমান মেরিনার্সকে। করোনা মোকাবিলায় লকডাউনের শুরু থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়াচ্ছে এই মোহনবাগান ফ্যান ক্লাব। আগে বিভিন্ন এলাকায় দুঃস্থদের রেশন সামগ্রী বিতরণ করেছিল। বর্ধমান শহরের মহাজনটুলি এলাকায় ৩২ জন শিশুর প্রয়োজনীয় দুধ সরবরাহের দায়িত্ব নিয়েছে তারা। ২ সপ্তাহ ধরে তারা দুধ সরবরাহ করছে ওই শিশুগুলিকে। সোমবার তারা দুধের প্যাকেট তুলে দিয়েছে শিশুদের হাতে।

১৫/০৫/২০২০ বিশ্ব পরিবার দিবসে পূর্ব বর্ধমান মেরিনার্স পরিবারের পক্ষ থেকে বর্ধমানের সদরঘাটে ১২০ জন দুস্থ পরিবারকে দুপুরের রান্না করা খাবার পরিবেশন করাহয়। এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানীয় আব্দুল কোয়াইম ডিএসপি(ট্রাফিক) বর্ধমান সদর থানা, পূর্ব বর্ধমান। এছাড়াও পূর্ব বর্ধমান মেরিনার্স পরিবারের পক্ষ থেকে ৫-ইএপ্রিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থদের যৌথ উদ্যোগ রক্তদান শিবির করা হয়েছে।

ট্রাফিক পুলিশের আধিকারিক এবং সিভিক ভোলেনটিয়ার দের সহায়তা প্রদান করা হয়েছে। কোরনা ভাইরাসের হাত থেকে বাঁচতে জনসচেতনতা বারাতে রাস্তায় স্ট্রিট আর্ট করা হয়েছে।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রশাসন থেকে সাধারণ মানুষ সবাই। পূর্ব বর্ধমান মেরিনার্সের সদস্যরাও সমাজের সর্বস্তরের মানুষকে আর্তের সেবায় এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন।

Loading

Leave a Reply