রাজ্য

এখনো ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে বাকি আছে, বক্তব্য হু প্রধানের

দেশজুড়ে ক্রমশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনার শিকার হচ্ছেন। এই রকম পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। কিন্তু হঠাৎ করেই কিছু দেশ অনেক ক্ষেত্রে লকডাউন শিথিল করছে। যখন লকডাউন শিথিল হচ্ছে ঠিক সেইরকম সময়ে সাবধান করলেন হু ডিরেক্টর জেনারেল টেডরোস আধানোম ঘেবরেসাস। তিনি বলেন এখনো ভয়ঙ্কর অবস্থা দেখতে বাকি আছে। যেই সময়ের মধ্য দিয়ে সারা বিশ্ব চলেছে তার থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি।



ইতিমধ্যেই করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২০ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজারের বেশি মানুষের। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেননি।টেডরোস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনা ভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে আতঙ্ক যে কমছে না, উল্টে ক্রমশই মারণরোগ তার প্রভাব বিস্তার করছে হু প্রধানের বক্তব্য থেকে এমনটাই প্রমাণিত হয়। এখন দেখার বিজ্ঞান কত দ্রুত মানুষকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারে।



Loading

Leave a Reply