রাজ্য

বাজারে জমায়েত এড়াতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। কি সেই সিদ্ধান্ত দেখুন…

শ্যামলেন্দু গোস্বামী :- রাজ্যের বাজারগুলিতে জমায়েত এড়াতে এবার অভিব উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার বাজারগুলিতে ব্যারিকেড বসাবে সরকার । ব্যারিকেডের বাইরে দাঁড় করানো হবে ক্রেতাদের। সেখান থেকে লাইন অনুয়ায়ী ৫-১০ জনকে বাজারে ঢুকতে দেওয়া হবে। বেঁধে দেওয়া সময়ের ভেতর বাজার সারতে হবে ক্রেতাদের। ফুলবাজার ও মিষ্টির দোকান সকাল ৮ থেকে বেলা ১২ অবধি খোলা রাখা য়াবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এমন বার্তাই দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।



একইসঙ্গে কলকাতা ও হাওড়ায় লকডাউন জোরদার করা হবে বলেও এদিন মন্তব্য করেন তিনি। কলকাতা ও হাওড়ার যে সব অঞ্চলে লকডাউন জোরদার হবে, সেই সব জায়গায় ব্যারিকেড করা হবে। বাইরে থেকে গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। বাজারে বাজারে ঘুরে দাগ দিয়ে দূরত্ব চিহ্নিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং। সেই অনুয়ায়ী সামাজিক দূরত্ব মেনে মানুষ বাজার করলেও, ভিড় সামলানো কঠিন হয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। পুলিসি টহলদারি বাড়িয়েও বহু ক্ষেত্রে ব্যার্থ হয়েছে প্রশাসন।পুলিশ ও প্রশাসন যখন ব্যার্থ সেই জায়গায় এবার সমাজিক দূরত্ব আরও কঠোর করতে এই ব্যারিকেডেরচ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।



Loading

Leave a Reply