স্বাস্থ্য

করোনায় শারীরিক সম্পর্ক নিয়ে চিকিৎসকের মতামত।

করণা আতঙ্কে থরহরি কম্পমান সারাবিশ্ব। ভারতবর্ষে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনই সামাল দেওয়া না গেলে পরবর্তী সময়ে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এই পরিস্থিতিতে সবকিছু নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকেই ভাবছেন এই সময় যৌন সম্পর্ক করা উচিত কিনা। যৌনতা মানুষের স্বাভাবিক ধর্ম। স্বভাবতই এই নিয়ে কৌতূহল এবং আতঙ্ক থাকা অত্যন্ত স্বাভাবিক। এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক অশোক নন্দী বলছেন যৌনতার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এখন পর্যন্ত এ ধরনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু শ্বাস-প্রশ্বাসজনিত শারীরিক অসুস্থতা সংক্রমিত ব্যক্তির নিবিড় সংস্পর্শে এলে অন্য যেকারও শরীরে তা বিস্তার ঘটাতে পারে।

পাশাপাশি তিনি আরও বলেন, যদি আপনি এবং আপনার সঙ্গীর শরীরে কোনো লক্ষণ না দেখা যায়, তাহলে শারীরিক সম্পর্ক এড়ানোর কারণ নেই। তবে শারীরিক দুর্বলতা অনুভব করলে যৌন সম্পর্ক ও অন্যান্য যেকোনও ধরনের ঘনিষ্ঠতা থেকে বিরত থাকাই উত্তম। নিয়মিত সঙ্গী নয়; এমন কারও সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকা উচিত। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সহায়তা করার জন্য অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে সকলের দূরত্ব বজায় রাখা উচিত। চুম্বনের মাধ্যমে এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে।

Loading

Leave a Reply