রাজ্য

করোনা আবহে তৃণমূলের সংগঠন সাজাতে সোশ্যাল মিডিয়ায় ভরসা প্রশান্ত কিশোরের।

এমনিতে করোনা ইস্যুতে বিজেপি ও তৃণমূলের সংঘাত অব্যাহত। বিভিন্ন ইস্যুতে রাজ্য শাসকদল কেন্দ্রের শাসকদলের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে সোশ্যাল সাইটে বাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। এবার বিজেপিকে সোশ্যাল সাইটে গর্জে ওঠার নিদান তৃণমূল কংগ্রেসের ভোটগুরু প্রশান্ত কিশোরের। কার্যত সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে করোনার জেরে তৃণমূলের বিভিন্ন দলীয় কর্মসূচি বন্ধ রয়েছে। আরে সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটে বিজেপি প্রচার শুরু করেছে। আর বিজেপির বিরুদ্ধে প্রচারে বিশেষ উদ্যোগ নিল তৃণমূলের ভোটগুরু প্রশান্ত কিশোর। সূত্র থেকে জানা গেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে একেবারে ব্লক স্তরের নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করবেন প্রশান্ত কিশোর। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ নানা সামাজিক মাধ্যমে কাজ শুরু হয়েছে। এই গুলির মাধ্যমে নানা প্রচারমূলক ভিডিও তৈরি করা হয়েছে। যা সাধারণ মানুষের মধ্যে প্রেজেন্টেশন করা হবে। এই সমস্ত ভিডিও ভাইরাল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। রবিবার প্রতিটি জেলা নেতৃত্ব সাথে বৈঠক করেছেন পিকে। প্রশান্ত কিশোর বলেছেন আত্মতুষ্টিতে না ভুগতে, বা ওভার কনফিডেন্স না রাখার। যেসব ভালো কাজ হচ্ছে তার প্রচার করতে হবে। পাশাপাশি প্রতিটি বিধায়কদের প্রশান্ত কিশোর বলেন বাংলায় প্রচুর লোক মরছে বলে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, এবার বিজেপিকে সবক শেখাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের অবস্থান নিয়ে প্রচার করবে তৃণমূল। হাসপাতলে ৫০টি মৃতদেহ পড়ে আছে, সেই ভিডিও প্রচার করবে তারা। বাংলায় বাংলায় ১০ লক্ষ মানুষের মধ্যে ২ জনের মৃত্যু হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে ১০ লক্ষ্যের হিসাবে চারজন। এই তথ্য ভাইরাল করতে হবে বিধায়কদের।

এদিন পাঁচটি কাজের নির্দেশ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সবাই যেন রেশন পাই কেউ না, পেলে প্রশাসনকে জানানো। উচিত পরিযায়ী শ্রমিকদের লিস্ট বানান তা প্রশাসনকে জানান। সাংবাদিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোগ রাখুন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, অমিত মিত্র সহ অনেকে। এদিনের এই বৈঠকের পর আজ থেকে জেলায় জেলায় সময় ব্লককে নিয়ে বৈঠক হবে। যেখানে নেতৃত্বের এই বার্তা নিচু তলা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আপাতত সোমবার থেকে উত্তর ২৪ পরগনা দিয়ে শুরু হবে জেলাস্তরের বৈঠক। সবমিলিয়ে করোনাকে হাতিয়ার করে নিজেদের দুর্গ বজায় রাখতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি।

Loading

Leave a Reply