তাদের নামটি যে বাঁদর, তাই বাঁদরামি করা তাদের স্বভাবজাত। বাঁদরের দলের চরম বাঁদরামি করার নিদর্শন পাওয়া গেল উত্তরপ্রদেশের মিরাটে। তবে যে সে জিনিস নিয়ে বাঁদরামি নয়, এই মুহূর্তে দেশের ত্রাস করোনা নিয়ে বাঁদরামি করল বাঁদরের দল। পরীক্ষার জন্য রাখা সন্দেহভাজন কোভিড রোগীদের নমুনা নিয়ে চম্পট দিল একদল বাঁদর। এমনকী দাঁত দিয়ে ছিঁড়েও ফেলেছে তারা। বাঁদরের দলের এই কার্যকলাপে আতঙ্কিত ওই এলাকা।
বাঁদেরর দলের এই কার্যকলাপের ফল হতে পারে মারাত্মক। কারণ সত্যিই যদি ওই নমুনাগুলিতে করোনার অস্তিত্ব মেলে, তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়বে বন্যজীবনেও। সেই আশঙ্কাতেই কপালে চিন্তার ভাঁজ থরহরিকম্প উত্তরপ্রদেশের মিরাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তাই এখন সব ভুলে বাঁদরের দল খুঁজতে হিমশিম অবস্থা বনকর্মীদের। এখনও ওই বাঁদরদের চিহ্নিতও করতে পারেননি বনকর্তারা। জানা গেছে, মিরাট হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে তিনজনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। ওই তিনটি কিট নিয়ে একজন ল্যাব টেকনিশিয়ান হাসপাতালের মুখ্য সুপার ধীরাজ বালানের কাছে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় একদল বাঁদর তাঁকে ঘিরে ধরে। আচমকাই তাঁর হাতে ধরা কিটগুলি ছিনিয়ে নিয়ে গাছের মগডালে উঠে পড়ে কীর্তিমানরা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায়। উদ্বিগ্ন হাসপাতালের সুপার পরে একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগেও হাসপাতাল চত্বরে বাঁদরদের উৎপাতে বহু কাজ পণ্ড হয়েছে। তবে এবার যে ওরা কোভিড নমুনার কিট নিয়ে পালাবে, এই ঘটনা কল্পনাতীত।