দেশ

করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা আরবিআইয়ের

করোনা পরিস্থিতিতে দেশের বেশ কয়েকটি ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশে এই ধরনের শিল্পক্ষেত্রগুলিরই সংখ্যা বেশি। বিপুল সংখ্যক ভারতীয়ের এখানে কর্মসংস্থান হয়। তাই এই শিল্পকে বাঁচাতে ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের। পাশাপাশি আবাসন শিল্পে সরাসরি ১০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হল । এছাড়া স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে নতুন করে আরও ৫০ হাজার কোটির প্যাকেজ এবং নাবার্ডের জন্য ২৫ হাজার কোটির প্যাকেজের ঘোষণা করেছেন তিনি।



আর্থিক বৃদ্ধির হার এই আর্থিক বর্ষে কম থাকলেও আগামী আর্থিক বর্ষে সেটা বেড়ে হতে পারে ৭.‌৪ শতাংশ, আইএমএফের ভবিষ্যদ্বানী উল্লেখ করেই বলেছেন শক্তিকান্ত দাস। গভর্নর বলেন, এই আর্থিক মন্দায় ভুগছে গোটা দেশ। তবে ভারতের আবহাওয়ার কারণে সেই মন্দার প্রভাব কিছুটা রোধ করা যাবে। এই বছর স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই শস্যের কোনও সমস্যা হবে না। তিনি সম্ভবত বোঝাতে চাইছেন, গ্রামীণ শক্তিশালী অর্থনীতির কারণেই এবারে বৈতরণী পার করে দিতে পারে ভারত।


এছাড়াও এদিন রিজার্ভ রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার ফলে রেপোরেট গিয়ে দাঁড়িয়েছে ৩.‌৭৫ পয়েন্টে। তিনি বলেছেন, ভারত জিডিপির ৩.‌২ শতাংশ করোনা মোকাবিলার জন্য খরচ করছে। যা অন্য অনেক দেশের তুলনায় বেশি।


Loading

Leave a Reply