করোনাভাইরাসকে হারানো যেতে পারে। এর ছড়িয়ে পরার ধরন বুঝে আমরা এটাকে হারাতে পারি। এবার করোনাভাইরাসের সতর্কীকরণ নিয়ে টুইট করলেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড শচীন তেন্ডুলকার। তিনি টুইটে এমনটাই জানিয়েছেন। আমরা সবাই করোনা ভাইরাস নিয়ে চিন্তিত। কিছু ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত, ভিড় এড়িয়ে চলুন। সোশ্যাল ফাংশনে যাবেন না। ভীষণ কিছু দরকার নাহলে লোকজনদের সাথে মিলিত হবেন না। কারণ এই ভাইরাস এক মানুষের থেকে আরেক মানুষের শরীরে আসছে। দ্বিতীয়তঃ কাশি, সর্দি, জ্বর শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
ফ্রি হেপ্ললাইন নম্বর ১০৭৯ এ ফোন করুন। তৃতীয়তঃ আপনার হাত সাবান জলে ভালো করে পরিষ্কার করুন। অন্তত কুড়ি সেকেন্ড হাত সাবান দিয়ে ঘষুন। তারপর জলে ধুয়ে ফেলুন। চতুর্থত, ঘাবড়ে যাবেন না কোনও সমস্যা হলে বা কোনও আশঙ্কা হলে ফোন করুন ৯১-১১-২৩৯৭৮০৪৬ নম্বরে। লগ ইন করুন www.mohfw.gov.in ওয়েবসাইটে। এটা যে কারও হতে পারে। এটাকে হালকাভাবে নেবেন না। করোনা ভাইরাসকে হারানো যেতে পারে। এর ছড়িয়ে পড়ার ধরন বুঝে আমরা এটাকে হারাতে পারি। দেখে নিন ওনার করা টুইট ভিডিও।
![]()


