করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সারা দেশ। কলকাতাত করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন স্কুলকে আগাম সতর্কতা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা কমিশনার। করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার কর্মসূচি চালানোর নির্দেশিকা দেওয়া হয়েছে।করোনা ভাইরাসের উপসর্গ কী,অথবা করোনা ভাইরাস থেকে সাবধানতার উপায়ই বা কী, কীভাবে নিজেকে সাবধান রাখবেন, যাবতীয় বিষয় সম্বলিত একটি গাইডলাইন রূপরেখা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। অনুমতি ছাড়া কোনও বিদেশী পড়ুয়াকে তাদের নিজেদের দেশে যেতে বারণ করা হয়েছে। বিদেশি পড়ুয়াদের জন্য রবীন্দ্রভারতী তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার সকালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে করোনাভাইরাস নিয়ে বিদেশী পড়ুয়াদের ওপর একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। তারপরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হল। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনাভাইরাস নিয়ে একটি বৈঠক করেন। পূর্ব ভারতে সবথেকে বেশি বিদেশী পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়ে। চীন থেকে কোনও পড়ুয়া এই মুহূর্তে না থাকলেও জাপান, বাংলাদেশ-শ্রীলঙ্কা থেকে অনেক পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। বুধবারের বৈঠকে বিদেশি পড়ুয়াদের দেশ ছাড়ার অনুমতি আপাতত না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
1333 total views , 1 views today