দেশ

কর্মী বা সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করলেই সংশ্লিষ্ট যাত্রীকে ব্যান করবে রেল, বিমানের ধাঁচে নতুন পরিকল্পনা

ট্রেনে সফরের সময় সহযাত্রী বা কোনও রেলকর্মী সঙ্গে দুর্ব্যবহার করলে এবার সেই যাত্রীর পরবর্তী ট্রেন সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে রেল মন্ত্রক। এবার বিমানের ধাঁচে ট্রেনের ক্ষেত্রে একই ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল। এমনকী বিমানে যদি কোনও যাত্রীর বিরূদ্ধে সহযাত্রী অথবা কেবিন ক্রুদের সঙ্গে অভদ্র আচরণ করার অভিযোগ ওঠে, তারপর ওই যাত্রীকে ব্যান করার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। সেই আদলেই সংশ্লিষ্ট যাত্রীর যে কোনও ট্রেন সফরের উপর নিষেধাজ্ঞা জারি করতে উদ্যোগী হয়েছে মন্ত্রক। রেলের এক শীর্ষ আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই সহযাত্রী বা কর্মীর সঙ্গে অভদ্র আচরণ কাম্য নয়। ফলে এক্ষেত্রে কড়া পদক্ষেপ করা জরুরি। এ ব্যাপারে চিন্তাভাবনা করছে রেল।

যদিও এক্ষেত্রে নিষেধাজ্ঞা স্থায়ী হবে নাকি সাময়িক, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গেছে, এই ব্যবস্থা চালু হলে বিমান পরিষেবা প্রাপ্তি থেকে ব্যান হওয়া যাত্রীদের তালিকা সংগ্রহ করবে রেল। তথ্য আপডেট করে দেওয়া হবে বিভিন্ন কাউন্টার, অনলাইন সফট্ওয়ারে। সংশ্লিষ্ট যাত্রী কোনমতেই যাতে ট্রেনের টিকেট কাটতে না পারেন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার বিমানে এক যাত্রীর বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অভদ্র আচরণের অভিযোগ ওঠায় একজন বিশিষ্ট কৌতুক অভিনেতার পরবর্তী সফর গুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাটি। এবার রেলের ক্ষেত্রেও সামনে এসেছে এই উদ্যোগের খবর।

Loading

Leave a Reply