রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ওই আমলার দায়িত্বজ্ঞানহীনের মতো কাজে ফুঁসছে গোটা শহর। এমনকি সরকারি কর্মী থেকে মুখ্যমন্ত্রীও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত স্বরাষ্ট্র দপ্তরের ওই হামলার ছেলে সোমবার লন্ডন থেকে কলকাতায় ফেরেন তার পরেও তার চিকিৎসা না করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো রীতিমতো ক্ষুব্ধ সকলে। এদিকে স্বরাষ্ট্র দপ্তরের ওই আমলা সোমবারই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। তাই সস্ত্রীক আলাপন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আলাপন বাবু স্ত্রী সোনালি চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তাঁরা দুজনেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে নবান্ন ও মহাকরণের যেসব কর্মী ওই স্বরাষ্ট্র দপ্তরের আমলার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকেই অফিসে আসতে নিষেধ করা হয়েছে। তবে লন্ডন ফেরত ওই তরুণের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তার মা-বাবা ও দুই গাড়িচালকের শরীরে করোনা নেগেটিভ এসেছে। এদিকে মহাকরণ ও নবান্নে স্যানিটেশন করার পর জানানো হয়েছে এখনই এই দুই জায়গা থেকে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। যদিও একজন স্বরাষ্ট্র দপ্তরের আমলা কীভাবে অশিক্ষিতের মতো এই কাজ করলেন তা নিয়ে হতবাক সকলে। অনেকেই ওই হামলার কঠোর শাস্তির দাবি তুলেছেন।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()


