জেলা

কাল কাটোয়ায় আসছে ২১টি শ্রমিক স্পেশাল ট্রেন, রাস্তা বাঁশ দিয়ে ঘেরা হল

ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাল শনিবার কাটোয়ায় আসবে ২১টি শ্রমিক স্পেশাল ট্রেন। তারজন্য মহকুমা পুলিস ও প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ট্রেন থেকে নামিয়ে শ্রমিকদের কোথায় রাখা হবে, কীভাবে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে, তা নিয়ে বৃহস্পতিবার থেকেই সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। এনিয়ে শুক্রবার কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে একটি জরুরি বৈঠকও হয়। ওই বৈঠকে পুরসভা সহ পুলিস ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা যোগ দিয়েছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কাটোয়া স্টেশন থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যে রাস্তায় ওই পরিযায়ী শ্রমিকরা যাবেন, সেই রাস্তা পুরোটা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার কাটোয়া স্টেশনে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ২১ টি শ্রমিক স্পেশাল ট্রেন আসবে বলে পুরসভা, পুলিস, স্বাস্থ্যদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক। ট্রেনগুলি ভিনরাজ্য থেকে এসে ভায়া হাওড়া-ব্যান্ডেল ও কাটোয়া হয়ে যাবে। তারজন্য পুরসভার কাছ থেকে লজিস্টিক সাপোর্ট, মহকুমা পুলিসের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিসকর্মী চাওয়া হয়েছে। যাতে স্টেশনে পরিযায়ী শ্রমিকরা এলে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে তৎপর প্রশাসন। এছাড়া নির্দিষ্ট বিধি মেনে স্বাস্থ্যদপ্তরকেও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বলা হয়েছে।

জানা গিয়েছে, বাসস্ট্যান্ডেই নতুন ভবনে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে নামা শ্রমিকদের নিয়ে যাওয়া হবে। তারপর তাঁদের টিফিন করিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওখানেই স্বাস্থ্যদপ্তর শ্রমিকদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করবে। তাছাড়া দমকল আধিকারিককেও স্যানিটাইজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এদিকে কাটোয়ায় শ্রমিক স্পেশাল ট্রেন আসার খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমায়। শ্রমিকদের শারীরিক পরীক্ষার দাবি জানানো হয়েছে। জানা গিয়েছে, কাটোয়া মহকুমায় এখনও পর্যন্ত প্রায় ২৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে বেশির ভাগই মুম্বই, মহারাষ্ট্র ফেরত পরিযায়ী শ্রমিক। তবে নতুন করে পরিযায়ী শ্রমিকরা ঢুকলে তাঁদের শারীরিক পরীক্ষা কীভাবে করা হবে অথবা সোয়াবের নমুনা কীভাবে সংগ্রহ করা হবে তা নিয়ে পরিকল্পনা করছে প্রশাসন।

Loading

Leave a Reply