মহালয়াতেই শুরু হয় দেবীপক্ষের। কার্যত মহালয়ার ভোরের আগমী শুনেই দুর্গা পূজার আমেজ শুরু হয়। এটাই বাঙালির অভ্যেস। তবে সামনের বছর পাল্টে যাচ্ছে নিয়ম। এমন ঘটনা প্রথমবার নয়। আগেও এমনটা ঘটেছিল ২০০১ সালেও। সুতরাং ,মায়ের আগমনী বার্তা বেজে যাওয়ার পরেও মায়ের মর্ত্যে আগমনে দেরির ঘটনা এই প্রথম নয়। ১৯৮২ সালেও এমন ঘটনা ঘটেছিল। মহালয়ার পর এক মাসেরও বেশি অপেক্ষা করতে হবে। তারপর আসবে পূজা।
২০২০-তে মহালয়া পড়েছে ১৭ সেপ্টেম্বর। কিন্তু ষষ্ঠী পড়েছে তার ৩৫ দিন পরে অর্ধাৎ ২২ অক্টোবর। অর্থাৎ বৃহস্পতিবার মহালয়া হলেও তারপর থেকে প্রথমা… দ্বিতীয়া গুণতে পারবেন না এবার।
এবছর আশ্বিনে নয়, আসলে মা আসছেন কার্তিকে। জানা যাচ্ছে, আগামী বছর দুটো অমবস্যা একই মাসে পড়ে যাওয়ায় আশ্বিন মাস মল মাস। ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে গিয়েছে। সামনের বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর হলেও, ষষ্ঠী পড়েছে ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস, দুই পঞ্জিকা মতেই এটা ঘটতে চলেছে।