যদি কেউ কাগজ দেখতে আসে তাকে দেখাবেন না। তাতেও যদি কেউ জোর করে দেখতে চায় তবে তাকে মাথা থেকে পা পর্যন্ত সোঁটাবেন। শুক্রবার কেতুগ্রামের কাঁদরার মাঠে নাগরিকত্ব আইনের প্রতিবাদ সভায় যোগ দিয়ে এমনই নিদান দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক এলে তাদের কাগজ দেখাবেন। তাও যদি না পারেন নিজের হাতে আইন তুলে নেবেন না। বিডিওকে বলবেন, পুলিসকে বলবেন, ব্যবস্থা হয়ে যাবে।
এরপর তিনি মাঠে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ওড়িশা থেকে আরএসএসের ২০ হাজার লোক আসছে রাজ্যে। প্রতিটি বিধানসভায় ১০০ জন করে ঢুকবে। তারা আপনাদের ভুল বোঝাবে। যাকে সন্দেহ হবে তাকে পুলিসে দেবেন। তাকে সোঁটাবেন না। তাকে ভালোবাসবেন, বোঝাবেন। এবার বাচ্চা বাচ্চা ছেলে যদি পায়ে কটা বাড়ি দেয়। আপনার কি দোষ? আপনাদের তো কোনও দোষ নেই। পুলিসের হাতে দিয়ে দেবেন। অনুব্রতবাবু পরক্ষণেই সাবধানি বলেন, আমি কাউকে বাড়ি মারার কথা বলিনি। গ্রামের বাচ্চা ছেলেরা ড্যাং-গুলি খেলে। এখন সেই ড্যাং-গুলি যদি ছিটকে কারও পায়ে লেগে যায়, তাহলে কী করা যাবে।
অনুব্রতবাবু ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই কেতুগ্রামে দলীয় প্রার্থী হিসেবে শেখ শাহনওয়াজের নাম আগাম ঘোষণা করে বলেন, ২১ সালে ভোট। ক্যান্ডিডেট আপনাদের সামনেই রয়েছে শেখ শাহনওয়াজ। আপনাদের বাড়ির ছেলে ঘরের ছেলে। তারপর অনুব্রতবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশ কিছুটা সাবধানি হয়ে বলেন, আমি ক্যান্ডিডেট ঘোষণা করিনি। ওটা মমতা বন্দোপাধ্যায় করবেন। কিন্তু যেহেতু শাহনওয়াজ রানিং এমএলএ। তাই ওই তো দাঁড়াবে। ও তো তৃণমূলেরই লোক। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, তুমি বেকার ছেলেদের কোনও উপকার করোনি। তুমি বড়বড় কথা বলে মিথ্যা কথা বলো। তুমি কোনও উন্নয়ন করোনি।