রাজ্য

কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়। বাংলার ভোটের চাবিও তারই হাতে

2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ঘর প্রায় গুছিয়ে এনেছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সমস্ত হেভিওয়েট তৃণমূল ছেড়ে তাদের দলে আসছে তাদের সেভাবে গুরুত্ব না দেওয়ার। কিন্তু বিজেপির যুব সংগঠন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে নতুন হেভিওয়েটদের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এবার মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়ের গুরুত্ব বাড়তে চলেছে বলে সূত্রের খবর।

মুকুল রায় তিন বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনে ম্যাজিক দেখিয়েছিলেন। তার পরেও তিনি কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব নিয়েই তিনি ক্ষান্ত থেকেছেন। এই পরিস্থিতিতে মুকুল রায় বিধানসভা নির্বাচনের আগে দলবদল করবেন কিনা তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। সূত্রের খবর কয়েকদিন আগে কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়ের প্রশংসা করেন।

সেখান থেকেই অনুমান করা যায় কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন মুকুল রায়ের গুরুত্ব বারুক। বিশেষ সূত্রের খবর সর্বভারতীয় সহ-সভাপতি করা হতে পারে তাকে পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে অনেক টালবাহানার শেষে বিজেপিতেই থেকে যেতে মনস্থির করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে, এমন খবর রটার পরেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দ মেনন। তারপরেই বিজেপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শিক্ষা সেলে কোনও পদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Loading

Leave a Reply