কয়েক বছর আগেই লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্স হিসেবে কাজে যোগদান করেন বছর চৌত্রিশের জান টিপিং। এক বছর আগে ওই হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগ দেন বছর তিরিশের তরতাজা যুবক আন্নালাল নবরত্নম। বয়সে জান অান্নালালের থেকে চার বছরের বড় হলেও চোখে চোখে ভালোবাসা আটকায়নি। আগস্ট তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু মহামারি’র এই মুহূর্তে রোগীদের এক সেকেন্ড ছেড়ে যাওয়ার জো নেই। কারণ বিধ্বস্ত কোভিড হাসপাতালে 24 ঘন্টা ডিউটি করছেন। অবশেষে সিদ্ধান্ত নেন বিয়েটা হাসপাতালেই সেরে নেবেন। সেইমতো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
অবশেষে হাসপাতালের প্রার্থনা গৃহে যার হাত এক হয় ওই চিকিৎসক ও নার্সের। তবে এই বিয়েতে দু’পক্ষের আত্মীয়-স্বজনরা অবশ্য উপস্থিত ছিলেন না। পরিবারের লোকজন এবং সহকর্মীরা থেকেই এই বিয়ের অনুষ্ঠান শেষ হয়। কোভিদ বিধ্বস্ত এই হাসপাতালেই আগামী দিনে একসঙ্গে চলার শপথ নেন ওই নবদম্পতি। জান বলেন, এই স্মৃতি কখনও ভোলার নয়। আন্নালাল বলেন, ইচ্ছা ছিল বেশ আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠান করে বিয়ে করার। কিন্তু এই পরিস্থিতিতে তা কোনোভাবেই সম্ভব নয়। তবে হাসপাতলে এই বিয়ে চির স্মরণীয় হয়ে থাকবে।