দেশ

ক্লান্ত হয়ে রেললাইনে ঘুম, পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল মালগাড়ি, মৃত্যু ১৭ জনের

করোনা আবহেই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী রইল দেশবাসী। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়েই মালগাড়ি চলে গেল৷ এই ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, সব শ্রমিকরা হেঁটে ক্লান্ত হয়ে পড়ায় রেলের ট্র্যাকের উপর ঘুমোচ্ছিলেন৷ শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনার ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর মালগাড়ি আসার আওয়াজ কোনওভাবেই শুনতে পাননি তাঁরা। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘুমিয়ে থাকা ১৫ জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷

এর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীম রয়েছেন। ওই পরিযায়ী শ্রমিকরা সকলেই একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷ এদিন তাঁরা মধ্য ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপরই ঘুমিয়ে পড়েছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন, মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ করোনা আবহেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading

Leave a Reply