করোনা আবহেই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী রইল দেশবাসী। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়েই মালগাড়ি চলে গেল৷ এই ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, সব শ্রমিকরা হেঁটে ক্লান্ত হয়ে পড়ায় রেলের ট্র্যাকের উপর ঘুমোচ্ছিলেন৷ শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনার ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর মালগাড়ি আসার আওয়াজ কোনওভাবেই শুনতে পাননি তাঁরা। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘুমিয়ে থাকা ১৫ জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷
এর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীম রয়েছেন। ওই পরিযায়ী শ্রমিকরা সকলেই একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷ এদিন তাঁরা মধ্য ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপরই ঘুমিয়ে পড়েছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন, মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ করোনা আবহেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।