বিশ্ব

“চীনের ল্যাবে তৈরি হচ্ছিল করোনা জৈব মারণাস্ত্র”। ভয়ঙ্কর দাবি আমেরিকান গবেষকের। উত্তাল বিশ্ব রাজনীতি।

এই মুহূর্তে সারা বিশ্ব উত্তাল করোনাভাইরাসকে কেন্দ্র করে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু-মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এইরকম এক দুর্বিষহ পরিস্থিতি ভয়ঙ্কর দাবি করলেন মার্কিন গবেষক ফ্রান্সিস বয়েল। তিনি দাবি করেন চীনের ইউহানে BSL-4 ল্যাবে তৈরি হচ্ছিল এই জৈব মারনাস্ত্র। মার্কিন গবেষকের দাবি তিনি মনে করেন চীন ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে এমনটা নয়। অত্যন্ত গোপনে এই কাজটি করছিল। কোনভাবে দুর্ভাগ্যবশত তা লীক করেছে। উল্লেখ্য এই জৈব মারণাস্ত্র তৈরি করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ। 1989 সালে আমেরিকায় জৈব অস্ত্র তৈরি বিরোধী আইন প্রণয়ন করা হয়। সেই আইনের খসড়া লিখেছিলেন ফ্রান্সিস বয়েল নিজেই। পাশাপাশি তিনি আরো দাবি করেন সমস্ত বিষয়টি হু জানে। কিন্তু এই বিষয়ে হুর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে চীন কেন এই মারণাস্ত্র তৈরি করছিল? মার্কিন গবেষক মনে করেন, পরমাণু বোমা নিয়ে নানান বিধিনিষেধ আছে। সারা বিশ্বের মধ্যে পরমাণু বোমা নিয়ে ঠাণ্ডা লড়াই চলে। তাই পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর জৈব মারণাস্ত্র তৈরি করছিল চীন। যা কোন দেশের মধ্যে সংগোপনে ছড়িয়ে দিলে আস্তে আস্তে সেই দেশের মানুষের দুর্ভোগের সীমা থাকবেনা। কিন্তু কোন ভাবে তার চীনের মানুষের ওপরে প্রথম ছড়িয়ে পড়ে। চীন প্রথমের দিকে সমস্ত ঘটনা চেপে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও বিষয়টি এতই ভয়াবহ আকার ধারণ করে যে তা আর গোপন রাখা যায়নি। মার্কিন গবেষকের এই ভয়ঙ্কর দাবির পর এই উত্তাল হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি।

Loading

Leave a Reply