ফের সার্সের আতঙ্ক ফিরল চীনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এখনও পর্যন্ত চীনের ইউহান প্রদেশের জ্বরে আক্রান্ত হয়েছেন কম করে ৬০ জন। প্রত্যেকের ক্ষেত্রেই নিউমোনিয়ার মতোই জ্বরের লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু জ্বরের ভাইরাসের পরিচয় জানার পর থেকেই উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের বক্তব্য, ইউহানে জ্বরে আক্রান্ত ৫৭ জনের মধ্যে অন্তত ১৫ জনের শরীর থেকে মেলা ভাইরাস সেই একই গোত্রের যে ভাইরাস সার্সের মতো মারন রোগকে বহন করে। এই করোনাভাইরাস থেকে সর্দিজ্বরের পাশাপাশি সার্সের মতো মারণ রোগ হতে পারে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে এশিয়ায় এই সার্সের প্রকোপে প্রাণ গিয়েছিল সাতশোর বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছিল অাট হাজারের বেশি।
একই গোত্রের ভাইরাস উপসাগরীয় এলাকায় ছড়িয়েছিল। তাতে আটশোর বেশি মানুষ মারা গিয়েছিল। স্বাভাবিকভাবে একই রকমের ভাইরাস ফের দেখা দেওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। হু-এর রিপোর্ট অনুযায়ী এই গোত্রের ভাইরাসের উৎস হল বিড়াল। এই ভাইরাস জীবজন্তু ও মানুষ দুই ক্ষেত্রেই সমান ভাবে আক্রমণ চালাতে পারে। আক্রান্তের সংস্পর্শে এলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। চীনের ক্ষেত্রে সমস্যা হল বিশেষ একটি প্রজাতির বিড়াল এখানকার মানুষের খাদ্য তালিকায় রয়েছে। তাই বিপদ আরও বাড়তে পারে।