এই লড়াই বেঁচে থাকার লড়াই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রাণপন লড়াই। করোনার এই দুর্দিনে বাড়িতে লকডাউনে আটকে পড়া বেশ কয়েকজন স্কুলপড়ুয়া মুখে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে রং-তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন সাধারন মানুষকে।পুরশুড়ার রসুলপুর এলাকায় এই কর্মসূচি হয়।স্কুল পড়ুয়ারা দেওয়ান লিখনের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন স্থানীয় মানুষকে। দেওয়ালে বেশিরভাগ ক্ষেত্রেই লেখা হচ্ছে ‘করোনা তুমি দুর হঠো’, ‘সামাজিক দুরত্ব বজায় রাখুন’।এভাবেই সচেতনতা মুলক প্রচার করেন তারা।
রসুলপুর এলাকার এই সব স্কুল পড়ুয়াদের এমন যোগদান সকল স্তরের মানুষদের সচেতন করবে ও প্রেরণা জোগাবে বলে মনে করছেন, এলাকার বুদ্ধিজীবীমহল। পুরশুড়ার রসুলপুর বটতলা এলাকার ছাত্র অর্নব গাঙ্গুলি, অর্ঘদীপ কুন্ডু, রাজকুমার পাল,মানস পাল,উজ্বল ঘোষরা বলে, দেশের নয়, গোটা পৃথিবীর মানুষ জটিল পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। তাই সমস্ত পৃথিবীর মানুষ যাতে সুস্থ ও ভালো থাকে সেই বার্তা দেওয়ার পাশাপাশি গ্রামের মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি করা হয়েছে। ছবি এঁকে তারা পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষদের করোনা বিষয়ে সচেতন করছেন।