শালবনীঃ- করোনার দীর্ঘ লকডাউনে গৃহবন্দী মানুষের মনে রোগের বৃদ্ধির সাথে সাথে আতঙ্ক বাড়ছে। জঙ্গলমহলের শালবনী তে করোনা আক্রান্ত রোগী ধরা পড়ায় সেই আতঙ্ক আরও বাড়ছে। অখিল ভারত ক্ষত্রিয় সমাজের মেদিনীপুর শাখার তরফে এই আতঙ্ক মোকাবিলায় আর্সেনিকাম অ্যালবাম ৩০ হোমিওপ্যাথিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী ওষুধ জঙ্গলমহলের পাঁচটি গ্রামে বিনামূল্যে দেওয়া হলো। গ্রামীন চিকিৎসক ডাঃ তাপস আচার্য কে সঙ্গে নিয়ে মহাশোল, জগন্নাথপুর, খেমাকাটা, জয়ন্তনগর ও ঝাঁটিয়াড়া গ্রামের প্রায় একহাজার পরিবারের হাতে এই ওষুধ তুলে দেওয়া হয়। অখিল ভারত ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে তন্ময় সিংহ, সন্দীপ সিংহ ও অতনু সিংহ এই কর্মসূচি তে উপস্থিত থেকে স্বাস্থ্য বিধি অনুসরন করে মানুষকে করোনা আতঙ্ক থেকে সচেতন করেন।
অখিল ভারত ক্ষত্রিয় সমাজের বরিষ্ঠ অভিভাবক নিরঞ্জন সিংহ জানান তারা লকডাউনে একদিন দুপুরে অন্নভোগের আয়োজন করেছেন আদিবাসী গ্রামে আর আজ পাঁচটি গ্রামের প্রায় একহাজার পরিবারকে করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হলো এবং আগামী দিনেও এই বিতরণ কর্মসূচি হবে বলে তিনি জানান।