দিল্লি বিধানসভার নির্বাচনে টিকিট না পেয়ে বিধায়ক আদর্শ শাস্ত্রী কংগ্রেসে যোগ দিলেন। নতুন দলে যোগ দিয়েই আপ সুপ্রিমোর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ওই প্রাক্তন বিধায়ক। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পৌত্র আদর্শকে দ্বারকা কেন্দ্র থেকে এবার টিকিট না দেওয়াতেই আপ ছেড়ে কংগ্রেস শিবিরে গিয়েছেন তিনি। নতুন দলে যোগ দিয়ে তাঁর বিস্ফোরক অভিযোগ, টিকিটের জন্য ১০ থেকে ২০ কোটি টাকা চাইছেন আপ সুপ্রিম।
এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে কংগ্রেস তাদের ৫৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণা তিরথ, অরবিন্দর লাভলি প্রমুখ। দ্বারকা কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন আদর্শ শাস্ত্রী। এদিকে নির্বাচনী টিকিট না পাওয়ায় আরও এক আপ বিধায়ক জগদীপ সিং দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি শিরোমণি অকালি দলে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। টিকিট না পেয়ে তিনি দল ছেড়েছেন বলে জানিয়েছেন। এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে আদর্শের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও প্রাক্তন বিধায়কের এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আপ শিবির।