পল মৈত্র,গঙ্গারামপুর মহকুমাঃ- ডিজিটাল যুগে ব্রাত্য সিনেমাহলগুলি। স্মার্ট ফোনের যুগে হলমুখি দর্শকদের সংখ্যা হাতে গোনা মাত্র আর সেকারনে হল কতৃপক্ষরা কার্যত বসে মাছি তাড়াচ্ছেন। আগে একটা সময়ে বছরের বিভিন্ন অনুষ্ঠানে আপামর বাঙালীরা সিনেমা হলে ভীড় জমাতেন তার মধ্যে ৮ থেকে ৮০ ও প্রেমীক যুগলরা। আবার সপরিবারে অনেকে হলমুখি হতেন কিন্তু এসব এখন অতীত।
বর্তমানে স্মার্ট ফোনের যুগে সবার হাতে অতিরিক্ত ইন্টারনেট পরিষেবা যুক্ত ফোন রয়েছে আর সেকারনে সদ্য মুক্তি পাওয়া ইউটিউব বা অন্যান্য সাইট থেকে সকলে সিনেমা দেখে ফেলছে আবার সকলের বাড়িতে রয়েছে কেবল লাইন তার ফলে সিনেমাহলে যাওয়ার ব্যাপার থাকছেনা যে কারনে সিনেমাহলগুলির ব্যবসা মুখ থুবড়ে পড়ছে আর তার জেরে মাথায় হাত পড়েছে হল মালিকদের। ভবিষ্যতে হলগুলির চিহ্ন থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবুও এসবের মাঝে বছরে বিশেষ দিন গুলিতে দর্শকরা হলগুলিতে টিকিট কেটে সিনেমা দেখতে ঢোকেন তা দেখে হল কতৃপক্ষদের মুখে চওড়া হাসি দেখতে পাওয়া যায়।