ফিচার

তাক লাগানো রিলায়েন্স জিওর প্ল্যানে থাকছে ৩ টাকায় ১ জিবি ডাটা।

টেলিকমের বাজারে একছত্র আধিপত্য বিস্তার করেছে জিও! তাবড় তাবড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে জিও। একের পর এক নজরকাড়া অফার নিয়ে এসেছে জিও। করোনা, লকডাউনের বাজারে সবাই এখন বাড়িতে বসেই অফিসের কাজ করছে।

এই সময়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ অফার এনে বাজার দখলের যুদ্ধে বাজিমাত করেছে রিলায়েন্স জিও। এবার গ্রাহকদের জন্যে আরও একটি দারুণ অফার নিয়ে এসেছে। রিলায়েন্স জিও গ্রাহকদের সুবিধার কথা ভেবে মাত্র সাড়ে ৩ টাকায় পাওয়া যাবে ১ জিবি হাইস্পিড ডেটার প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান গ্রাহকদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও নতুন আরো একটি প্লেনে জিও টিভি কানেকশন, জিও ল্যান্ডলাইন এবং নেট কানেকশন থাকছে।

Loading

Leave a Reply