তাজপুরে রাজ্য সরকার যদি মৎস্যবন্দর তৈরি করে তাহলে তাতে আপত্তি নেই বলে জানিয়ে দিল কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুক মান্ডব্য এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে শহরে এসেছিলেন। আজ রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে কেন্দ্রীয় জাহাজ সচিব গোপালকৃষ্ণ ও কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমারকে নিয়ে নবান্নে যান জাহাজ প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন রাজনীতি বিষয়ক কোনও প্রশ্নের উত্তর দেবেন না।
তাজপুর প্রসঙ্গে বলেন, রাজ্যকে সমস্তরকম সাহায্য করতে প্রস্তুত রয়েছে কেন্দ্র। কেন্দ্র-রাজ্য যৌথভাবে এই প্রকল্প রূপায়ণ করতে পারে। এটা রাজ্যের অধিকার। যদিও প্রস্তাবিত তাজপুর বন্দর কেন্দ্র-রাজ্য যৌথভাবে করার কথা ছিল। কেন্দ্রের প্রস্তাব মেনে ২০১৭ সালের রাজ্য ৭৪ শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দেয়। ১৩ হাজার কোটি টাকার প্রকল্প তার পরেও শুরু হয়নি। এতে রীতিমতো বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেন, রাজ্য একাই এই প্রকল্প রূপায়ণ করবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশে সম্ভাবনার কথা মাথায় রেখে খিদিরপুরের কাছে ক্রুজ টার্মিনাল তৈরি হবে। এখানে বন্দরের ৩২ একর জমিতে নদীর পাড়ের বিশেষ সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।