রাজ্য

তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নিচ্ছে না শীত, জানাল হাওয়া অফিস

আজ থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়ল। তবে এখনই শীত একবারে বিদায় নেবে সেটাও বলতে নারাজ আবহাওয়াবিদরা। সাধারণত ধরা হয়, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির বেশি উঠে গিয়ে, সেটি বেশ কিছুদিন থাকলে শীত বিদায় নেবে বলে মনে করা হয়। দিনের বেলা সূর্যের তাপ বাড়লেও কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ১৪ ডিগ্রি ছিল। শীত যে পুরোপুরি এক্ষুনি বিদায় নেবে তা বলা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার এখন না থাকায় শীত কিছুটা কমতে পারে এবং এখনো পর্যন্ত যা খবর তাতে আকাশ পরিষ্কার থাকবে এবং দিনের বেলা সূর্য দেখা যাবে বেশ ভালোই। আর সে কারণেই শীত কমতে শুরু করবে বলে মনে করছেন আবহবিদরা। উত্তরে হাওয়া কিছুটা কমলেও তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

কলকাতা থেকে শীত তাড়াতাড়ি বিদায় নিলেও দক্ষিণবঙ্গে খুব দ্রুত বিদায় নেবে না তা বলাই বাহুল্য। আবহবিদরা মনে করছেন, দক্ষিণবঙ্গে এখনও অত্যন্ত শীতের দাপট না থাকলেও এক্ষুনি বিদায় নেবে না। এখনো কিছু দিন শীতের অল্প হিমেল হাওয়া উপভোগ করতে পারবেন। তবে মূলত মনে করা হচ্ছে, গতকালের আবহাওয়া অনুযায়ী আজ থেকে কিছুটা কমবে শীত। সূর্যের দাবদাহের আরাম পেতে সূর্যের কিরণ বেশ ভালোই গায়ে লাগবে। আপনার সূর্যের তাপ অস্বস্তি বাড়ালেও এক্ষুনি পুরোপুরি ঠান্ডা না কমলেও,ঠান্ডা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Loading

Leave a Reply