দেশ বিনোদন

দুঃস্থদের পাশে দাঁড়াতে মুম্বাইয়ের রাস্তার খাবার বোঝাই গাড়ি নামালেন সলমন খান

এবার মুম্বাইয়ের রাস্তায় নামানো হলো বিইং হাংরি গাড়ি। শুনলে চমকে যাবেন গাড়িটি যিনি নামিয়েছেন তিনি হলেন হিন্দি সিনেমার ভাইজান, সালমান খান। অক্ষয়, শাহরুখ, সালমান খান বিভিন্ন ভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারা। সমগ্র বিশ্বকে যখন গ্রাস করেছে করোনা তখনই শৈল্পিক সত্তার সাথে সাথে মনুষ্যত্বের বিকাশ ঘটেছে এই শিল্পীদের। লকডাউন এর জন্য মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগারের শ্রমিকদের খাবার অভাব ঘটছিল, তার জন্য একের পর এক কর্মসূচি নিয়েছেন সালমান। তাদের খাবার যোগানোর ব্যাবস্থা করেছেন।

শুধু তাই নয় দৈনিক রোজগারের ২৩ হাজার মানুষের একাউন্টে টাকা পাঠাচ্ছেন সালমান খান। লকডাউনের ফলে পানভেলের বাগানে আটকে পড়েছেন সালমান খান। তাই শুধু মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির নয় পানভেলের মানুষদেরও সাহায্য করছেন তিনি। ফেডেরশনের অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে বিইং হাংরি নামে একটি খাবার ভর্তি গাড়ি মুম্বাইয়ের রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে সালমান খানের তত্ত্বাবধানে। এই গাড়ির ভিতরে থাকা খাবার মুম্বাইয়ের দুঃস্থ মানুষদের আহারের জন্য বিভিন্ন যায়গায় যাচ্ছে। এই গাড়িতে থাকা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে অনাহারে থাকা মানুষগুলোর হাতে। টুইটারে বিইং হাংরির এই ছবি পোস্ট করেছেন সালমান ভক্তরা।

এসবের পাশাপাশি সামাজিক মাধ্যমে অন্নদান চ্যালেঞ্জও শুরু করেছেন সলমন খান। ভাইজানের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকি লক্ষাধিক পরিবারের কাছে রেশন পৌঁছে দিয়েছেন। পৃথিবীর সুন্দর হবে একদিন। আবার আগের মত সেজে উঠবে। কিন্তু সবার মনের মনিকোঠায় জায়গা করে নিলেন সালমান খান।

Rating: 1 out of 5.

Loading

Leave a Reply