জেলা

দুর্গাপুরে আক্রান্ত বিজেপির জেলা সভাপতি

দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই সহ বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূলের দুর্গাপুর-ফরিদপুর ব্লক সভাপতির নেতৃত্বে লাউদোহা থানার সামনে তাঁদের আক্রমণ করার পাশাপাশি চারটি গাড়ি ভাঙা হয়। এর পাশাপাশি দুর্গাপুর-ফরিদপুর ব্লকে একাধিক বিজেপি কর্মীর বাড়ি, দোকান এমনকী পার্টিঅফিস ভাঙচুর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, লকডাউনে রাজনীতি করতে গিয়ে জনতার রোষের মুখে পড়েছেন বিজেপির জেলা সভাপতি। এদিকে লকডাউন ভেঙে জমায়েত ও বিনা অনুমতিতে রাস্তা অবরোধ করার ঘটনায় জেলা সভাপতির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর মহকুমায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় বিজেপির পাণ্ডবেশ্বর ৪ মণ্ডলের সহ সভাপতি সরোজ বাউরিকে নিয়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল তাঁকে জোর করে শাসক দলের ঝাণ্ডা ধরাতে চায়। কিন্তু তিনি তা না করায় তাঁকে অপহরণ করে নিয়ে যায় তৃণমূল। পরে পুলিসকে দিয়ে মামলার হুমকি দিয়ে তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দিতে থাকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি সভাপতি নিজের বেশ কিছু অনুগামী নিয়ে চারটি গাড়ি করে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের উদ্দেশে রওনা দেন। গ্রামে ঢোকার আগে তাঁদের আটকায় পুলিস। বিনা অনুমতিতেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে স্থানীয় লাউদোহা থানায় হাজির হন। অভিযোগ, থানা থেকে বিজেপি জেলা সভাপতি সহ নেতৃত্ব বের হওয়ার মুখেই স্থানীয় ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তাদের ব্যাপক মারধর করা হয়। বিজেপির এক শিক্ষক সংগঠনের নেতার মাথা ফেটে যায়। চারটি গাড়িই ভাঙচুর করা হয়। সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা করান জেলা সভাপতি। তাঁর দাবি, বাঁ হাতে চোট লেগেছে।

Loading

Leave a Reply