দেশ

দেশে একদিনে রেকর্ড আক্রান্ত ৭ হাজার ৯৬৪ জন

চতুর্থ দফার লকডাউন আগামীকাল শেষ হচ্ছে। যদিও দেশের সর্বত্রই মারুন ভাইরাস কোভিদ নাইনে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন আরও বেড়ে চলেছে। প্রতিদিনই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজের বাড়িতে ফেরানো হচ্ছে। আর তার জেরেই আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৬৪ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের অস্তিত্ব। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক।

গত ২৪ ঘণ্টায় এই রোগে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। এ নিয়ে দেশে মোট করণ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৩৬৯ জন রোগী। তাদের বিভিন্ন জায়গায় থাকা কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২২ জন। এদিকে দেশজুড়ে সর্বত্রই লকডাউন ধীরে ধীরে শিথিল করে দেওয়া হচ্ছে। অথচ এই অবস্থায় দিনদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাপিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

Loading

Leave a Reply