এতদিন কলকাতা শহরে করনা আক্রান্তের খোঁজ মিললেও রাজ্যের কোনও জেলায় আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু শুক্রবার নদীয়ায় একই পরিবারের পাঁচ জন আক্রান্তের খোঁজ মেলায় উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর। দিল্লি থেকে ওই পরিবার নদীয়া জেলার তেহট্টে এসেছিল বলে খবর। যদিও এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। দিল্লি থেকে ওই পরিবারের রাজ্যে আসার খবর স্বাস্থ্য মন্ত্রক দেয়নি বলে অভিযোগ তুলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। একই পরিবারের তিন শিশু সহ ৫ জন আক্রান্ত হওয়ায় এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে এক ধাক্কায় ১৫ হয়েছে।
জানা গিয়েছে, দিল্লিতে ওই পরিবার একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে লন্ডন থেকে এক ব্যক্তি এসেছিলেন। পরে তিনি করোনায় আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন। এদিকে নদীয়ায় করোনা আক্রান্তের খোঁজ মিলতেই জেলাজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। নদীয়ার রানাঘাট সহ বিভিন্ন বাজার কার্যত সকাল থেকেই শুনশান হয়ে গেছে। এমনকী এই আতঙ্ক এসে পৌঁছেছে পাশের জেলা পূর্ব বর্ধমানেও। সেখানকার দাঁইহাট বাজার বন্ধের নির্দেশ দিয়েছে পৌরসভা। পাঁচ আক্রান্তের খবরে মানুষ বাইরে বেরোনো অনেকটাই বন্ধ করে দিয়েছেন বলে খবর।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে