দেশ

নাগরিকত্ব আইন নিয়ে এখনও একগুচ্ছ প্রশ্নের উত্তর মিলছে না

কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে হলে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।

সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদন পত্র ধর্মবিশ্বাসী প্রমান পত্র জমা দিতে হবে। শুধু তাই নয় একই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ৩১ শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনই খসড়া প্রস্তুত করেছেন। জানানো হয়েছে ওই ব্যক্তি নিজের দেশে র বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের প্রমাণ স্বরূপ কাগজপত্র দিতে হবে। তবে প্রশ্ন উঠছে যারা এক কাপড়ে দেশ ছেড়েছেন তারা কিভাবে প্রমাণ দেবেন। তবে এর কোনও সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এক্ষেত্রে অসমের জন্য তিন মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বলে এও জানানো হয়েছে।

Leave a ReplyCancel reply