খেলা

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জিতুক ভারত, চাইছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

নিউজিল্যান্ডের মাটিতে বিরাট কোহলির টেস্ট সিরিজ জয় দেখতে চান প্রেসিডেন্ট তথা ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বোর্ড প্রেসিডেন্ট বলেন, নিউজিল্যান্ড সফরে ভারত ভালো খেলবে। টি-টোয়েন্টি,  ওয়ান ডে ও টেস্ট সিরিজে অত্যন্ত ভালো পারফর্ম করবে বলে আশা রাখি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়। সেই ক্ষমতা আমাদের দলের রয়েছে। ভালো ফল করতে হলে মাঠের বাইরে থেকে সুস্থ পরিবেশ দেওয়া কতটা প্রয়োজন সেটাও মনে করিয়ে দিয়েছেন মহারাজ। তিনি বলেন, মাঠের বাইরে থেকে আমরা পুরো সহযোগিতা করব।

বিরাটদের পুরো স্বাধীনতা দেওয়া রয়েছে। বিরাট ওর টিমের ছেলেদের পুরো স্বাধীনতা দিয়েছে। সাফল্য পেতে গেলে এটাই সব থেকে আগে দরকার। আমাদের এই টিমের বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে। ভারতকে বিশ্বকাপ এনে দিতে টিমের প্রত্যেক সদস্য এখন থেকেই প্রচুর পরিশ্রম করছেন। আমরা আশা রাখি নিউজিল্যান্ড সফরে ভালো ফল  করে দেশে ফিরবে ভারতীয় দল।

Loading

Leave a Reply