২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে ৪ দোষী অক্ষয় ঠাকুর সিং, মুকেশ, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল ৭টার ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী আইনি সাহায্য নেওয়ার জন্য দোষীদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।
নির্ভয়ার মা বলেন, “এই রায় বিচারব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ফেরাবে। আমার মেয়ে বিচার পাবে”। সাত বছর ধরে তিনি বিচারের আশায় রয়েছেন বলে মন্তব্য করে মৃত্যু পরোয়ানা জারি করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।