দেশ বিনোদন

পরিযায়ীদের পর এবার পড়ুয়াদের পাশে সোনু সুদ, দেখুন কী করলেন!

প্রত্যন্ত গ্রাম। সেখানে বাড়িতে বসে মোবাইলের সিগনাল পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার। কিন্তু পড়াশোনা তো আর থেমে থাকে না। তাই মোবাইলের সিগনাল পেতে গাছের উপর উঠে পড়েছে ছাত্র৷ গাছেতে মোবাইলের সিগনাল রয়েছে। তাই সেখানে বসেই নিজের পাশাপাশি বন্ধুদেরও হোমওয়াক পেতে সাহায্য করছে ওই জনৈক ছাত্র। সম্প্রতি হরিয়ানার দাপানা গ্রামের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। সেই ভিডিও চোখে পড়ে অভিনেতা সোনু সুদের। তা দেখে অবশ্য তিনি চুপ করে ঘরে বসে থাকতে পারেননি।

ভিডিওটি দেখার পর সোনু ও তাঁর বন্ধু করন গিলহোত্রা উদ্যোগ নিয়ে ওই গ্রামে একটি মোবাইল টাওয়ার বসিয়ে দেন। সোনু বলেন, বাচ্চারা জাতির ভবিষ্যৎ। তাই তাদের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্যই সকলকে সমান সুযোগ দেওয়া দরকার। এই ধরনের সামান্য সমস্যা যেন কারও পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই এই উদ্যোগ। প্রত্যন্ত গ্রামে অনলাইন ক্লাসের জন্য এই কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। ওদেরকে আর ঝুঁকি নিয়ে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য গাছের উপরে উঠতে হবে না। প্রসঙ্গত, লকডাউনই অন্যভাবে মানুষের কাছে চিনিয়েছে সোনু সুদকে।

পর্দায় সাধারণত নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সোনুকে। কিন্তু বাস্তব জীবনে সনুর মানসিকতা একেবারেই যে আলাদা তার প্রমাণ মিলেছে। লকডাউনে পরিযায়ী শ্রমিক দের ট্রেন ভাড়া দিয়ে বাড়ি পৌঁছাতে সাহায্য করতে দেখা যায় সোনুকে। কয়েকদিন আগে অনলাইন ক্লাস করার জন্য চণ্ডীগড়ের সরকারি স্কুলের ছাত্রদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছিলেন। এবার নেটওয়ার্ক পেতে যাতে সমস্যা না হয় তার জন্য মোবাইল টাওয়ার বসিয়ে দিলেন তিনি।

Loading

Leave a Reply