দেশ

পাবজি প্রেমীদের জন্য সুখবর, অক্টোবরেই আত্মপ্রকাশ করবে ফৌ-জি।

চিনা অ্যাপস্ বন্ধ করার জন্য ভারত সরকার তৎপর। চিনা ফাইট গেম পাবজি বন্ধ করার পর ভারতে নতুন বানানো হচ্ছে গেম ফৌ- জি। অনেকটা পাপজির অনুকরণে তৈরি এই গেম। ফৌ-জি এর পুরো নাম ‘ফিয়ারলেস এন্ড ইউনাইটেড গার্ডস’। গাড়োয়ান উপত্যকার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গেমের প্রথম ধাপ। যার পৃষ্ঠপোষক অক্ষয় কুমার।

ব্যাঙ্গালোরের একটি সংস্থার হাত ধরে অক্টোবর মাসেই আত্মপ্রকাশ করবে এই অ্যাকশন গেম অ্যাপ ফৌ-জি। সংস্থাটি জানিয়েছে গেম থেকে যা আয় হবে তার কুড়ি শতাংশ একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হবে। সূত্রের খবর ভারতীয় নিরাপত্তা বাহিনী যেসব অভিযান চালিয়েছে সেইসব বাস্তব অভিজ্ঞতাকে এই গেমে তুলে ধরা হবে। আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করে অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি আশা করেন প্রোগ্রামের মাধ্যমে সেনার বলিদানকে যুব সমাজ উপলব্ধি করতে পারবে।

Loading

Leave a Reply