জেলা

পিকনিক করে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত তিন

বাঁকুড়াঃ পিকনিক করে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত তিন, মর্মান্তিক ঘটনায় জয়পুর এলাকায় শোকের ছায়া।পিকনিক করে ট্রাক্টরে করে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ বাহী তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল তিনজনের। আজ সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বাসিচন্ডীপুর গ্রামের কাছে। মৃতদের নাম সুরজিৎ মিদ্দা, মিলন সরকার ও গাজন মিদ্দা। তিনজনেরই বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো দু’জন।

স্থানীয় সুত্রে জানা গেছে নব বর্ষ উপলক্ষে আজ সকালে জয়পুর থানার বেলেখালি এলাকায় দারকেশ্বর নদের চরে ট্রাক্টরে করে পিকনিক করতে গিয়েছিল হেতিয়া ও সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের একদল যুবক। পিকনিক সেরে এদিন সন্ধ্যায় ট্রাক্টরে করে তারা বাড়িতে ফিরছিল। বাসিচন্ডীপুরের কাছে আসতেই রাস্তার উপর থাকা হাই টেনশন তারে ট্রাক্টরে থাকা সাউন্ড বক্স ছুয়ে যায়। তাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে গোটা ট্রাক্টর। স্থানীয়দের দাবি বিদ্যুৎ পৃষ্ঠ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরো দু’ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Leave a Reply