জেলা

মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রয়াত দলনেতার স্মরণ সভাতে শুভেন্দু অধিকারী

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : দীর্ঘ রোগ ভোগের পরে মাস কয়েক আগে মারা গিয়েছেন মোশারফের ঘনিষ্ঠ তথা জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডল।রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের মাড়গ্রাম হাই মাদ্রাসার মাঠে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মধু ও সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ও সদস্য ও সদস্যারা, কান্দী মহকুমা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম রায় ।মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধুর সাথে এক মঞ্চে দেখা গেলো শুভেন্দু অধিকারীকে।

উক্ত অনুষ্ঠানটি প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ভুমি কমার্ধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডলের করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। অনুষ্ঠানটি এলাকার মানুষ ও মফিজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে সেই সঙ্গে জেলা পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয়। উক্ত সভায় শুভেন্দু অধিকারী মফিজ উদ্দিন মন্ডলের কাজের প্রতি প্রশংসা করেন এবং সেইসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পর্যায়ক্রমে ওনার অনুপস্থিতির প্রতি দুঃখ প্রকাশ করেন। মফিজ উদ্দিনের এই স্মরণসভায় ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। প্রথমে ঠিক হয় খড়গ্রামের নগরের কিশান মান্ডি থেকে প্রায় তৈরী হয়ে যাওয়া মঞ্চ খুলে জায়গা বদলে তিন কিলোমিটার দূরে মাড়গ্রাম হাই মাদ্রাসার মাঠে করা হয়। মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্বের পাশাপাশি খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিতও স্মরণ সভায় উপস্থিত ছিলেন না। বারংবার প্রকাশ করার চেষ্টা করা হয়েছে এটা কেবলমাত্র স্মরণ সভা এবং আয়োজন করেছে এলাকার মানুষ, মফিজ উদ্দিন মন্ডলের পরিবারের পক্ষ থেকে।

Loading

Leave a Reply