এই মুহূর্তে সারা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। চীনে প্রথম এই ভাইরাস পাওয়া গেলেও ক্রমশ তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে হু করোনাভাইরাস কে মহামারী আখ্যা দিয়েছে। ইতালি, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোগাক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকালই প্রথম ভারতে এক ব্যক্তির কোরনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কোরনা ভাইরাস আক্রান্তের খবর মিলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ এবং রাজ্য নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিস্থিতিতে রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যজুড়ে পৌর নির্বাচন। জানা গেছে সোমবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছে।
পরিস্থিতি যা কোরনা ভাইরাসের কারণে সারাবিশ্বেই গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেওয়া হয়েছে, নতুবা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে নির্দিষ্ট সময়ে পৌর নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রাজনৈতিক মহল মনে করছেন এই মুহূর্তে সারা বিশ্বে কোরনা নিয়ে যা পরিস্থিতি তাতে করে এই সময়ে নির্বাচন নিয়ে ভাবার মতো দেশের অবস্থা নেই। এখন সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে মানুষের সাথে কোরনা মোকাবিলায় নামতে হবে। এই সময় নির্বাচন হলে একদিকে কোরনা আক্রমণ, অন্যদিকে রাজনৈতিক উত্তাপে রাজ্যের মানুষের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। সেই কারণে পৌর নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। যদিও সরকারি ভাবে এখনও এই বিষয়ে কোন খবর মেলেনি। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী পৌরভোট বেশ কিছুটা পিছিয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।