রাজ্য

বাঙালির বাড়িতে স্বল্প মূল্যে মাছ পৌঁছে দেওয়ার উদ্যোগ মৎস্য নিগমের।

করোনার সংকটময় পরিস্থিতিতে আম বাঙালির মুখে মাছ তুলে দিতে উদ্যোগী হল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এলাকা ভিত্তিক মাছের যোগান দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন নিগমের কর্তা ও কর্মীরা।

নিগমের সূত্রে জানা গেছে, টাটকা রুই, কাতলা, তেলাপিয়া ছাড়াও মৃগেল, ট্যাংরা, চিংড়ির মতো মাছও ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। নিগমের ম্যানেনজার জানান, রবিবার থেকেই প্রায় তিনশো কেজি মাছ সল্টলেকের বিভিন্ন এলাকায়, নিউ টাউন, টালিগঞ্জ, যোধপুর পার্ক, যাদবপুর, কালীঘাট, বালিগঞ্জে এই পরিষেবা চালু করা হয়েছে। এর পাশাপাশি নিগমের অ্যাপের (SFDC) মাধ্যমে ঘরে বসেও মাছ কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

এ বিষেয়ে নিগমের প্রজেক্ট ইনচার্জ তুষার মুখোপাধ্যায় জানান, গাড়ি থেকে গোটা মাছ বিক্রি করা হচ্ছে। এক থেকে দেড় কিলোগ্রাম ওজনের রুই মাছের দাম পড়ছে ১৬০ টাকা প্রতি কেজি, দেড় থেকে দু’ কিলোগ্রাম ওজনের রুই মাছের দাম ১৮০ টাকা প্রতি কেজি। দু’কেজির চেয়ে বেশি ওজনের মাছের দাম ধরা হয়েছে ২২০ টাকা প্রতি কেজি। এক থেকে দেড় কিলোগ্রাম ওজনের কাতলা মাছের দাম ১৯০ টাকা প্রতি কেজি।

আপাতত দশটি গাড়িতে করে শহরের বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যে মাছ পৌঁছে দিচ্ছে নিগম। সোমবার থেকে গাড়ির সংখ্যা আরও বাড়িয়ে সারা শহরে মাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

Loading

Leave a Reply