করোনা সংক্রমণের জন্য স্কুল বন্ধ আপাতত ১০ই জুন পর্যন্ত। তবুও বন্ধ হয়নি পঠন-পাঠন।হুগলী জেলার ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান
বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশন অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করেছে অনলাইন ক্লাস।আপাতত বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের জন্য সপ্তাহে ছয় দিন পর্যায়ক্রমে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা পাঠ দানে নিযুক্ত আছেন। কিছুদিনের মধ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির ছাত্রদেরও যাতে এই ডিজিটাল মাধ্যমে পাঠদানের অন্তর্ভুক্ত করা যায় তার প্রস্তুতি চলছে ।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় অমরনাথ ঘোষাল বলেন -“দেশ তথা রাজ্যের এই ভয়ঙ্কর দুঃসময়ে আমরা ছাত্র -শিক্ষক সবাই ঘরবন্দী,এই অবস্থায় যাতে আমার প্রিয় ছাত্ররা বাড়িতে বসেই ফোনের মাধ্যমে অনলাইনে শিক্ষা অর্জন করতে পারে -সে ব্যাপারে আমি এবং আমার সহকর্মীরা সর্বদা চেষ্টা করছি, যদিও কিছু সংখ্যক ছাত্রের বাড়িতে স্মার্ট ফোন নেই, তাদের জন্যও আমরা বিকল্প অন্য উপায়ও ভাবছি । যত দিন না পরিস্থিতি স্বাভাবিক হয় বাড়িতে থেকেই যাতে পঠন-পাঠন চলে -তাই এই ব্যবস্থা”