বিজ্ঞান চর্চায় বিশ্বের প্রথম ১০০টি সেরা শহরের মধ্যে ঢুকে পড়ল কলকাতা। ১২১ থেকে ২২ ধাপ টপকে উন্নত বিজ্ঞান নগরী হিসেবে ৯৯ তম স্থানে এল সিটি অব জয়। ভারতের প্রিয় শহর হিসেবে স্থান পেল কলকাতা। আরো একটি শহর হল বেঙ্গলুরু। ওই শহরের স্থান ৯৭। তবে ভারতের কোন শহর কলকাতা ও বেঙ্গালুরুর ধারে কাছেই নেই। জানা গেছে বেঙ্গালুরুর মতো না হলেও কলকাতায় বহু বিজ্ঞান চর্চার নামীদামি প্রতিষ্ঠান রয়েছে।
বাংলার ছাত্র-ছাত্রীদের গবেষণার দিকে যাওয়ার বিশেষ প্রবণতাও রয়েছে। বাঙালি বৈজ্ঞানিক হিসেবে প্রত্যেকের কাছে কলকাতার এই সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই র্যাঙ্ক নির্বাচনে বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন সংশ্লিষ্ট শহরে গবেষণামূলক প্রতিষ্ঠানকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, গবেষণার সুযোগ সুবিধা কোন পর্যায়ে রয়েছে এবং তা বিশ্বের বৈজ্ঞানিক পরিমণ্ডলকে কতটা আকর্ষণ করার ক্ষমতা রাখে সেগুলি নজর রাখা হয়। তা পর্যালোচনা করেই প্রকাশিত হয়েছে নেচারস ইন্ডিক্সক্স রিপোর্ট। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রথম পাঁচে রয়েছে চীনের দুটি শহর। এক নম্বরে রয়েছে বেজিং।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()


