ভিডিও

বিহার থেকে গ্রেপ্তার কানহাইয়া কুমার

সিপিআইয়ের নেতা ও জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেপ্তার করা হল। বিহারের বেথিয়া জেলায় মিছিল থেকে পুলিশ তুলে নিয়ে গেল তাঁকে।

 বৃহস্পতিবার ‘‌সংবিধান বাঁচাও–নাগরিকতা বাঁচাও’‌ পথসভার নেতৃত্ব দিচ্ছিল প্রাক্তন ছাত্রনেতা।  অভিযোগ সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কানাইয়া। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

Loading

Leave a Reply