করণ আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। দেশের রাষ্ট্রনায়কদের চোখের পাতা জলে ভিজে যাচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসক থেকে বিজ্ঞানী সকলেই বলছেন একটাই উপায় ঘরে বসে থাকা। কেন্দ্র এবং রাজ্য সরকার সারা দেশ জুড়ে অধিকাংশ শহর ও পৌরসভা লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেও গতকাল বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে লকডাউন। উদ্দেশ্য একটাই আক্রান্ত যাতে নতুন করে না বাড়ে সে বিষয়ে সজাগ হওয়া।
বিশেষজ্ঞরা বলছেন এখনো সময় আছে। এই পরিস্থিতি মোকাবিলা করা না যায় তাহলে আগামী দিন দেশজুড়ে মৃত্যু মিছিল চলবে। কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজেদের ঈশ্বর মনে করেন। কোনো কিছুরই তোয়াক্কা করেন না। হাজার সচেতনমূলক প্রচারেও কাজ হচ্ছে না। কলকাতার বুকেই লকডাউন না মেনে ঘুরে বেড়াল বেপরোয়া লোকজন। শেষে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে ২৫৫ জনকে গ্রেপ্তার করতে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে বারবার ঘোষণা সত্ত্বেও কিভাবে মানুষ এত বেপরোয়া হয়। কয়েকজনের নির্বুদ্ধিতায় আজকে গোটা বাংলা ভুগছে। এর পরেও কিভাবে কলকাতাতে এই বেপরোয়া আচরণ করেন মানুষ তা নিয়ে উঠছে প্রশ্ন।