দেশ বিশ্ব

ভারতীয় পাইলটদের বাহবা জানাতে বাধ্য হল পাকিস্তান

বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া সব দেশই ভয়ঙ্করভাবে ক্রমশ ছড়িয়ে পড়ছে এই মরন ভাইরাস। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশ পাকিস্তানেও দ্রুত গতিতে বিস্তার লাভ করছে করোনা। ভারত এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালো বলে জানা যাচ্ছে।ভারত থেকে ফ্রাঙ্কফার্টে ত্রাণ নিয়ে যাওয়ার সময় পাকিস্তান থেকে প্রশংসা পেলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। সংবাদসংস্থা এএনআইকে এক ক্যাপ্টেন জানিয়েছেন যে পাকিস্তানে এয়ারস্পেসে প্রবেশ করা মাত্র তাদের আসসালাম ওয়ালেকুম বলে সম্বোধন করে ওই দেশের Air Traffic Controller (ATC)।

এরপর তাদের জিজ্ঞাসা করা হয় যে তাঁরা ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন কিনা। ইতিবাচক উত্তর পেয়ে কোনও বিলম্ব না করে তাদের ফ্লাইটকে রাস্তা দেখিয়ে দেয় পাক এটিসি। এরপর পাকিস্তানের সেই এটিসি বলেন যে মহামারির সময় যেভাবে আপনারা প্লেন চালাচ্ছেন, তাতে আমরা গর্বিত। আপনাদের শুভ হোক, এই বার্তাও দেন তিনি। জবাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এয়ার ইন্ডিয়ার সেই পাইলট।

Leave a ReplyCancel reply