দেশ

ভারতে করোনায় ষষ্ঠ মৃত্যু, ইতালি থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরলেন ২৬৩ পড়ুয়া

করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে সমগ্র ইতালিকে।সে দেশে করেনায় আক্রান্ত হয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হয়েছে। রোজই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে সে দেশে। বৃহস্পতিবার ইতালিতে মৃতের সংখ্যা ছিল ৪৭৫জন। শুক্রবার মারা যান ৬২৭ জন। কিন্তু শনিবার সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হয়েছে৷ এখনও অবধি ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা হল ৪,৮২৫জন। সেদেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ছাপিয়ে গেছে। যদিও এই অবস্থাতেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ইতালিতে আটকে পড়া ২৬৩ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে ভারতে ফিরল।

রবিবার সকালে ওই পড়ুয়াদের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তাদের প্রত্যেকেরই থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ভারতে করোনা ভাইরাস সংক্রমনের মূল কারণ বিদেশ থেকে আসা কোন বাসিন্দার সংস্পর্শ থেকেই এই ভাইরাস ছড়াচ্ছে। যদিও আন্তর্জাতিক বিমান পরিষেবা এখন স্তব্ধ না হওয়ায় দেশবাসী প্রশ্ন তুলেছেন। এদিকে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৩২৪ হয়ে গিয়েছে। রবিবার সকালে ভারতে ঘটনায় মৃতের সংখ্যা হয়েছে ৬। ফের মুম্বাইয়ে দেশের ষষ্ঠ প্রাণ কেড়েছে কোবিড-১৯।

Loading

Leave a Reply