দেশ

মদ বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি কেন্দ্র সরকারের

শ্যামলেন্দু গোস্বামী :- করোনা সংক্রমণ রুখতে দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেও মদের বিক্রিতে ছাড়পত্র দিল না কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে বন্ধ রাখতে হলা হয়েছে তামাক এবং গুটখা বিক্রিও। লকডাউনে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে৷ সেখানেই পরিস্কার করে বলা হয়েছে, লকডাউন চলাকালীন সমস্ত রকমের মদ, তামাক এবং গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ থাকবে ৷



কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিবিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবি ছিল মদ বিক্রি করে মোটা রাজস্ব আয় হয় রাজ্য সরকারগুলি৷ এমনিতই লকডাউনের কারণে রাজ্যগুলির আয় তলানিতে ঠেকেছে৷ এমতাবস্থায় মদ বিক্রির ছাড় দিলে রাজ্যগুলির কিছু রাজস্ব আদায় হবে৷ মুখ্যমন্ত্রীরা অবশ্য সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে মদ বিক্রির পক্ষে সওয়াল করেছিলেন৷ এমনকী, অসম সরকার তো গত ১৩ এপ্রিল থেকে মদ বিক্রির বিজ্ঞপ্তিও জারি করেছিল ৷


অন্যদিকে, লকডাউনে মদ বিক্রি বন্ধ থাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মদে আসক্ত ব্যক্তিদের মৃত্যুরও খবর মিলেছে৷ বেশ কয়েকজন আত্মহত্যাও করেছেন৷ কিন্তু কেন্দ্র এখন সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা নিয়ন্ত্রণকেই অগ্রাধিকার দিচ্ছে৷ এ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার।তাই রাজ্যগুলির চাপ সত্ত্বেও মদ বিক্রিতে ছাড় দেওয়া হল না।


Loading

Leave a Reply