দেশজুড়ে কৃষি বিল নিয়ে উত্তাল অবস্থা। প্রতিদিনই সারাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও কৃষক সংগঠন রাস্তায় নামছে। কৃষি বিলের বিরোধিতা বিরোধীদের অভিযোগ, সর্বনাশা কৃষি বিল এর ফলে কৃষক তার নিজের জমিতে ক্রীতদাস তৈরি হবে। কৃষককে তার ফলানো ফসল অগ্নিমূল্যে কিনতে হবে। ভারতবর্ষের চাষীদের পরাধীন ভারতবর্ষের নীলচাষীদের মত অবস্থা হবে। এদেশের চাষীদের এই সমস্ত অভিযোগ নিয়ে যখন সারাদেশ অগ্নিগর্ভ তখনই কৃষি বিল এর সমর্থনে প্রচার শুরু করেছে বিজেপি।
আজ খানাকুলের রামনগর থেকে নন্দনপুর পর্যন্ত একটি মিছিলের পাশাপাশি পথসভার আয়োজন করে খানাকুল বিধানসভা বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন কৃষি বিল রাজ্যের শাসক দল ও অন্যান্যরা কৃষকদের ভুল বঝাচ্ছে। কেন্দ্র সরকার কৃষকদের জন্য যে বিল এনেছে তা আগামী দিনে ফড়েরাজ বন্ধ করবে এবং সরাসরি কৃষকদের হাতে টাকা যাবে। কৃষকদের অভূতপূর্ব উন্নতি হবে। এটা সহ্য করতে না পেরে দালাল চক্র চালানোর উদ্দেশ্যে এ রাজ্যের শাসক দল ও অন্যান্যরা কেন্দ্রের বিরোধিতা করতে রাস্তায় নামছে। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের কর্মীরা উত্তর প্রদেশ ধর্ষণ কাণ্ড নিয়ে প্রশ্ন করেন।
তিনি বলেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে তা যথেষ্ট নিন্দনীয়। ঘটনার 24 ঘন্টার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী সিড গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুন ধর্ষণ যা কিছুই ঘটুক না কেন সেগুলি পুলিশকে দিয়ে পারিবারিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কামদুনি থেকে বসিরহাট সব জায়গাতেই একই চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব জঙ্গল রাজত্বে পরিণত । সেখানে উত্তরপ্রদেশের অবস্থা অনেক ভালো। একটি ঘটনাকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে তৃণমূল।এটা দ্রুত বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন।